২০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো পুলিশ , আটক ট্রাক

5th July 2020 1:07 pm অনান‍্য
২০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো পুলিশ , আটক ট্রাক


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) :  আবারও উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার বাগবাসা আউটপোস্টের আওতাধীন ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। AS01LC/0185 নম্বরের ১২১৪ মডেলের মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ২১ প্যাকেট গাজা উদ্ধার করে পুলিশ।উদ্ধারকৃত গাজার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।সাথে আটক করা হয় মিনি ট্রাক চালক যতন শীল(৩২)কে।এই নেশা বিরোধী অভিযানে নেতৃত্ব দেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সুত্রধার, ধর্মনগর থানার ওসি মিলন দত্ত, বাগবাসা আউটপোস্টের ওসি দীপাল রুদ্র পাল। এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন সূত্রের ভিত্তিতে AS01LC/0185 নম্বরে মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে চা পাতা প্যাকেটের ভেতরের থেকে ২১ প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। সাথে আটক করা হয় মিনি ট্রাক চালক যতন শীল (৩২) পিতা-মৃত গিরেন্দ্র শীলকে।তার বাড়ি  খোয়াইয়ের তেলিয়ামুড়ায়। পাশাপাশি ধর্মনগর থানায় একটি এনডিপিস অ্যাক্টে মামলা নিয়ে তদন্তে নেমে পড়েছে বাগবাসা আউটপোস্টের পুলিশ। পুলিশ সুপার আরো জানান, ওই মিনি ট্রাকটি আগরতলার লেম্বু ছড়ার একটি টি গার্ডেন থেকে চা পাতা নিয়ে তার ভেতরে করে ২১ প্যাকেট গাঞ্জা নিয়ে বহি রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিলো। উনি আরো জানান এই গাঁজা পাচার চক্রের সাথে জড়িত গাজা পাচার চক্রটিকে খুব শীঘ্রই জালে তুলবে পুলিশ।

 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।